অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে
ই-লার্নিং
অমিতাভ প্রামাণিক

ইস্কুলে যাবি কেন? কেনই বা টিউটার?
সবকিছু আজকাল করে কম্পিউটার।
রাস্তায় কাদা ছিল? গেছে লাট্টু গুলে?
পোষ্কার করে নে রে সার্চ করে গুগুলে।
মারামারি হচ্ছে যে, কী বলছে মিডিয়া?
টুক করে নেট খুলে দ্যাখ্ উইকিপিডিয়া।
বৃষ্টিতে জলময়, কবে পথঘাট সাফ
হবে তা বলতে পারে কেবল হোয়াটস-আপ।
সরসোতী পুজো দিবি? এইযুগে? কিঁউ বে?
পুষ্পাঞ্জলি ভরা আছে ইউটিউবে।
কবে পূর্ণিমা হবে, কবে হবে রাহুগ্রাস
জানতে পারবি খেলে ভিডিও, ক্যান্ডিক্রাশ।
ইলিশ যে কাল খেলি, কী হল রে রুইটার?
চটপট বলে দেবে ফেসবুক-টুইটার।
পা পিছলে পড়ে যাবি, ভাল করে ধর খুঁট।
কিছু যে করার নেই, চলে গেছে অর্কুট!!