এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল
কইব কথা পরে
গদাধর সরকার
একটা পাথর নড়ায় ভীষণ
একটা নড়ে চড়ে,
একটা মেয়ে ডুব দিয়ে মন
একলা আকাশ ধরে।
ধরতে গেলেই মুখ দেখা যায়
পাগলি বড় মেয়ে ।
উড়িয়ে আঁচল পাথর বাজায়
পাথুরে গান গেয়ে ।
বাজো বাজো নীল পাখোয়াজ
নীল ভুবনের পাখি,
আজ বুকে এক খুশির মেজাজ
বইছে কাকে ডাকি ?
ডাকতে ডাকতে হাঁস বাড়িটার
পালক ঝরে পড়ে …!
ও আলোদূত পাতাবাহার
কইব কথা পরে …!