ছেলেবেলার ফলগুলি
জয়তী অধিকারী
গরমেতে হাঁসফাঁস
জলভরা তালশাঁস
গপাগপ খাই তাই
দেরি করে কাজ নাই।
আমের গন্ধে মাতোয়ারা
বাছতে গিয়ে দিশেহারা
হিমসাগর আর আম্রপালি
এক নিমেষেই করব খালি।
লিচুর গায়ে বোলাই হাত
রঙের ছটায় কুপোকাত
মিষ্টি নরম শাঁসেই সুখ
ফুরিয়ে গেলেই বেজায় দুখ।
পেয়ারাগুলো ঢিলের ঘায়ে
স্থান পেয়েছে গাছতলায়
নবীনকাকা আসছে ছুটে
তার আগে চল নিই লুটে।
ছোট্টবেলায় যাচ্ছি ফিরে
স্বপ্নজালের দোলায় চড়ে
বন্ধুদেরও আনব ডেকে
খেলব গায়ে মাটি মেখে।
চোখ খুলতে লাগছে ভয়
আবার যদি হারিয়ে যায়
ছেলেবেলার সেদিনগুলো
চোখের পাতা ভিজিয়ে দিল।
জয়ঢাকের ছড়া সংগ্রহ