তোকেই দিলাম
সৌমেশগোবিন্দ সেন
তেপান্তরের মাঠটা দিলাম তোকে
পার হতেই হাঁফিয়ে যায় লোকে
ওপার যাবি? এই নে পক্ষীরাজ
আজ আমার মনটা খুব দরাজ
পথ হারালি? গভীর বনভুমি?
এই নে দিলাম ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
বনের শেষে, রাক্ষসদের পুরী
একলা বসে জট বিচুটি বুড়ি
এই নে আরো, সোনা রূপার কাঠি-
মায়া তলোয়ার, দীঘির তলের মাটি-
রাজকন্যা, এই বার চুপ কথা
দিয়েছি দেখ, গোটা এক রূপকথা।
জয়ঢাকের ছড়া সংগ্রহ