ভাষা
আমার ভাষা বাংলা ভাষা
তোমার ভাষা চৈনিক,
তোমরা যাকে সৈন্য বল
আমরা বলি সৈনিক।
আমার বাবার কাবাব প্রিয়
মায়ের কিন্তু পাস্তা,
কোনটা আমার মাতৃভাষা
প্রশ্নটা নয় সস্তা।
কিষান যেমন ফসল ফলায়
তেমনি ফলায় চাষায়,
সবার গর্ব অটুট থাকুক
সবার মাতৃভাষায়।
আলাদা ভূ
গোল
এপারের বীজ উড়ে যায়
ওই পারে সুন্দরীগাছে,
এই দেশে বসন্ত এলে
ওই দেশে প্রজাপতি নাচে।
নদী, জল এপার ওপার
মাছেদের ভিসা নেই কোনও,
বাঘেদের ডোরাকাটা গায়ে
কেউ ছাপ মারেনি কখনও।
ছবিঃ অংশুমান যে লতাটি ভারতের দিকে
ভরে ওঠে বাংলার ফুলে,
একটাই সুন্দরবন
ছিঁড়ে ফেলা আলাদা ভূগোলে।