নেংটি বিড়াল বৃত্তান্ত
সায়ন্তনী ব্যানার্জি
বিড়াল যদি হালুম করে,
নেংটি বেটা ভয়েই মরে।
ল্যাজ গুটিয়ে মারে ছু্ট,
পিছে ধায় “বিড়াল ভূত”!
গর্তে সেঁদোয় নেংটিটা,
বিড়াল ভাবে, “এ কী! যা তা!
আমি এখন খাব কী?
নিরামিষ আর দুধ–রুটি?”
না, না, এসব চলবে না,
বিড়ালের চাই আমিষ খানা।
বসে যায় সে ছিপ নিয়ে,
যদি নেংটিটা আসে বেরিয়ে!
সকাল দুপুর বিকাল রাত,
নেংটির নেই দেখা সাক্ষাত।
খিদেয় কাতর বিড়ালটার,
আর বেরোয় না হুঙ্কার।
বিড়ালটা খায় দাঁত কপাটি,
নেংটি হেসে কুটিপাটি।