অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে
পাণ্ডবিতর্ক
অমিতাভ প্রামাণিক
কাল ছিল ডাল খালি,
আজকে বেগুনভাজা।
দেখলি তো, পাঞ্চালি,
কোনটা আসল রাজা?
এই শুনে পাত ফেলে
চলল নকুল পুনে,
বলল, বে-আক্কেলে,
জন্ম তো তোর জুনে!
আর আমি ফেবরারি,
তোর চেয়ে ঢের বড়।
কর যত চিৎকারই,
কঞ্চিখানাই দড়।
ভীম ব্যাটা খাচ্ছিল।
তর্ক হতেই শুরু
বলল, আমার পিলো
ক্যান্ তবে নয় পুরু?
শুনল যুধিষ্ঠিরও,
আর বধূ দ্রৌপদী।
তার চোখে সব হিরো,
পাত চেটে খাও যদি।
এই সহদেব, তোরও
অর্জুনে ভরসা কি?
তুই তো রে কাক, ঝোড়ো,
সব সুরই তোর নাকি।
পাঁচজনা পাণ্ডবে
ঝগড়া করেই তাজা।
তার পিছে বাস্তবে
একটা বেগুনভাজা।