অমিতাভ প্রামাণিকের সমস্ত লেখা এই লিংকে–>
বলছিলাম কী, ইসে-
অমিতাভ প্রামাণিক
গ্রীসে
গেছিল মোর
পিসে।
অনবদ্য সে দেশটা, তবু পায়নি খুঁজে
ঘি সে।
মুশকিল তাই, ভাজবে লুচি
কীসে?
বৈশাখের পঁ-
চিশে
জলসা হবে কোন গলিতে, পায় না খুঁজে
দিশে।
এক একটা লোক, চেহারা এমন, ডাকাত যেন
বিশে।
বোঝাই যায় না, ডাক্তার নাকি, চাইলে দেবে
ফী সে?
এসব দেখে ধরলো মাথা, ওজন যেন
সীসে।
সুযোগ বুঝে পালিয়ে গেল একদিন প্যা-
রিসে।
ফ্রান্স তুলনায় বরং ভালো, পায় শুতে বা-
লিশে।
কিন্তু দু’দিন যেতেই পিসের সব হয়ে যায়
ক্লিশে,
মিস করে ই-
লিশে।
এমন করে থাকতে পারে
কি সে?
তার করেছে, আসছে ফিরে এই মাসেরই
ত্রিশে।
জয়ঢাকের ছড়া সংগ্রহ