বৃষ্টি যেন বাজায় নূপুর
সকাল-দুপুর
টাপুর টুপুর
টুপ,
লম্ফ মারে ডোবায় ব্যাঙ
ড্যাঙর ড্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ
ঘুপ-
এসব দেখে খুকুর ঠোঁটে
হাসি ফোটে
রয় না মোটে
চুপ।
বৃষ্টি যেন বাজায় নূপুর
সকাল-দুপুর
টাপুর টুপুর
টুপ,
লম্ফ মারে ডোবায় ব্যাঙ
ড্যাঙর ড্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ
ঘুপ-
এসব দেখে খুকুর ঠোঁটে
হাসি ফোটে
রয় না মোটে
চুপ।