এই লেখকের আগের ছড়াঃ ম্যাওবাচ্চা
বড় হবার জন্যে
সর্বাণী বন্দ্যোপাধ্যায়
ছোট সবাই বলে কেন
বুঝতে পারি না।
বড় হতে কী কী লাগে ,
বুঝিয়ে বল না।
সাইকেলে পা পেলেই বড়?
কিংবা দাড়ি হলে?
মুন্না বলে হবই বড়,
রান্নাঘরে গেলে।
মায়ের মত কড়াইভরা
সত্যিকারের রান্না,
যে রেঁধেছে সেই তো বড়
এমনি বড় হয়না।
বাবার মত অফিস,বাজার
করতে পার যদি,
বাবু বলে ডাকব তোমায়
বলেন হারু মুদি।
হাত বাড়িয়ে ফুল পাড়লে
সাঁতরে নদী পার,
সকাল বেলা চায়ের সাথে
কাগজ পড়া আর
কি কি হলে সবাই বলে,
এবার হলে বড়।
তাও জানোনা ছিঁচকাঁদুনি ,
কান্নাকাটি ছাড়ো ।