মানসী পাণ্ডার আগের ছড়াঃ নাকাল
সাধ
মানসী পান্ডা
মাগো ওদের দালানকোঠা, মস্ত বড় ছাদ
তোমায় নিয়ে থাকব সেথায় এইটুকুনি সাধ।
রাঙানো সব দেওয়ালগুলি, কলের পাখা চলে,
বিজলি বাতি চমক দেখায় সূর্য যখন ঢলে।
হাত পাতলেই জল পড়ে আর বোতাম টিপে গান,
ঘর ভরিয়ে ছড়ায় সুবাস পারসি আতরদান।
নকশা কাটা পালঙ্কেতে যেই না শোবে মা,
ঘুম আসবে দুচোখ ভরে ডুবিয়ে দিয়ে গা।
সাধ যে আমার একটুখানি নয়কো তেমন বড়,
তবুও কেন মিটবে না মা তুমিই আমায় বল!
ওরে খোকা, তুই যে দেখি এক্কেবারে বোকা,
জগৎজোড়া ঘর ছেড়ে তুই থাকবি একা একা!
রঙিন ফুলের বাহার যেথা, দখিনা বাতাস বয়,
চাঁদ, তারা আর জোনাক করে রাত্রি আলোময়।
বৃষ্টি, বাদল, নদীর জলের ঝরনাধারায় স্নান,
ফুলের সুবাস, পাখির কূজন ভরাবে তোর প্রাণ।
চোখেতে তোর ঘুম নামলে শুবি মায়ের কোলে,
আদর করে ঢাকব তোকে আকাশ চাদর মেলে।
মাগো, তোমার আঙুল ধরে চলব সাথে হেঁটে
ভালবাসার এ সাধ টুকু যেন আমার মেটে।