এই লেখকের আগের ছড়াঃ জবর প্যাঁচ
স্বপ্নগুলো হারিয়ে যায়
অমিতাভ গঙ্গোপাধ্যায়
এইখানেতে মাঠ ছিল এক, পুকুর ছিল তার পাশে
ধুনতো তুলো মাধাই বুড়ো, শিমূল কিংবা কার্পাসে ।
এইখানেতে বট ছিল এক, সিঁদুর মাখা ঘট ছিলো
আকাশছোঁয়া উঠবে বাড়ি, এমনি কথাই রটছিলো ।
চুপ করে মাঠ শুনছিলো সব, শেষের সেদিন গুনছিলো
শীতের রোদে খুনসুটিতে, জাফরি ঘাসে বুনছিলো ।
তারপরেতে আর মনে নেই, হলাম কবে ঘরছাডা
আকাশটাকে ভুলেই ছিলাম, কোথায় ছিল সাঁঝতারা ।
কিশোরবেলার মাঠের স্মৃতি হারিয়ে গেল কোনখানে,
শহর আমার কংক্রিটে তার, হাজির করে একটানে।
সেইখানেতে সময় কাটে, তেপান্তরের স্বপ্নহীন,
পেরিয়ে এলাম অনেক বছর, ইটপাথারের রাত্রিদিন।
এইখানেতে মাঠ ছিল এক, পুকুর ছিল তার পাশে
বৃষ্টিভেজা ফুল্ল কদম, মাতিয়ে দিতো তার বাসে ।
সেই তো কবে পুকুরপাড়ে, হাঁসগুলো সব ডাকছিলো
রোদের গুঁড়ো কাঠবিড়ালি নিজের গায়ে মাখছিলো ।
হারিয়ে গেলো কোথায় সে মাঠ, পদ্মপুকুর আজ কোথায়,
তুলছে মাথা বিশাল বাড়ি, স্বপ্নগুলো হারিয়ে যায় ।