আগের প্যারডিগুলো
এ রোলিং স্টোন
অমিতাভ প্রামাণিক
ভাগাড়-ভরা গরুর মড়া, মাংসের উদ্যান –
তাহারি মাঝখানে আমি পেয়েছি বেশ ফান।
রোল খেয়ে তাই জাগে আমার গান।।
ভাগাড়-ভরা …
মোমোয় রোলে যে হিল্লোলে আমার নোলার তরল ঝোলে
পকেটে তাই খুচরো ছাড়াই জাগে বিপুল টান।
রোল খেয়ে, ভাই, জাগে আমার গান।।
ভাগাড়-ভরা …
গলির মোড়ে পা ফেলেছি, আছে যে টিউশানি।
রোলের গন্ধ কেন যে হায় দিয়েছে হাতছানি
ছড়িয়ে দিয়ে বিপুল আহ্বান।
রোল না পেলে জাগে কি আর প্রাণ।
সব দেখেছি আর চেখেছি, স্বাদ-গন্ধ প্রাণে মেখেছি –
ভাগাড় মাঝে অভাগারে কোরো না হয়রান।
রোল খেয়ে, ভাই, জাগে আমার গান।।
ভাগাড়-ভরা …