আগের প্যারডিগুলো
চাই
দেবজ্যোতি ভট্টাচার্য
আমার টাচ করা ফোন চাই
আমার সিম ভরা ট্যাব চাই
তোরা যে যা বলিস ভাই
আমার টেন-জি মোবাইল চাই
পরশচারণ মোহনগড়ণ ইবুক রিডার চাই
আমার ইবুক রিডার চাই
আমার ফেসবুকে নাম চাই
তোরা যে যা বলিস ভাই
আমার নতুন মোবাইল চাই
তোরা পাবার জিনিস মল-এ কিনিস
নগদ টাকা ধরে
আমি চাইলে জাহাজ কিনতে পারি
ফ্লিপকাটে লগ করে
আমার পথ চলা সে গেল ঘুচে
তথ্যপথের ঝোঁকে
আমি বন্ধু খুঁজি গুগল পথে
ভার্চুয়ালের লোকে
আমি আছি সুখে হাস্যমুখে
দুঃখ আমার নাই
আমি রাতবিরেতে তথ্যপথে
উধাও হয়ে ধাই
আমার টাচ করা ফোন চাই
আমার সিম ভরা ট্যাব চাই
তোরা যে যা বলিস ভাই
আমার টেন-জি মোবাইল চাই
জয়ঢাকের ছড়া সংগ্রহ
Besh besh..Chawar Sesh nai..
LikeLike
বেশ মজা পেলাম।
LikeLike
Khub mojar
LikeLike
amar egulor moddhye shudhu ebook reader ta kajer mone holo..na holeo asubidhe nei..dibyi achi anekgulo boi chai
LikeLike
Darun
LikeLike