আগের সব প্যারডি একত্রে
জাগরণে যায়
মৃন্ময় ঘোষ
জাগরণে যায় বিভাবরী
মশা আছে সাথে নেই মশারি
মারি মারি।(2)
কামড়ে গায়ে দাগ চাকা চাকা
তারা পিপাসিত যায় না রোখা,
তারই হাসি পোঁ পোঁ তারই হাসি
তারই হাসি পোঁ পোঁ ভয়ঙ্করী
মারি মারি
জাগরণে যায় বিভাবরী
ডেঙ্গু হবে নাকি ম্যালেরিয়া
কি যে হবে – কি যে হবে তাহা কে বা জানে।
চুলকিয়ে মরি বিছানাতে,
মারি দু’একখানা করাঘাতে,
কভূ গালে, কভূ বা বগলে
কামড়ে চলে সারা নিশি ধরি
মারি মারি
জাগরণে যায় বিভাবরী
মশা আছে সাথে নেই মশারি
মারি মারি।
জাগরণে যায় বিভাবরী
জয়ঢাকের ছড়া সংগ্রহ
রবিবাবু আশীর্বাদ করবেন
LikeLike
মজার
LikeLike