প্যারডি নিশিরাত সপ্তর্ষি চ্যাটার্জি বসন্ত ২০১৮

নিশিরাত

parodysaptarshi

সপ্তর্ষী চট্টোপাধ্যায়

নিশিরাত, ফাঁকা ছাদ, একা সে,
চুপিচুপি বাঁশ বনে কে আসে, কে আসে!
নিশিরাত…
হানাবাড়ি, ঘুরে মরে, মামদো,
হোক ভাঙা, তবু চাঙ্গা হাড় তো!
খটাখট রব, ভয়ে মুখ সব, ফ্যাকাশে, 
হা হা অট্ট, হাসি পষ্ট, বাতাসে!
এ রাতে ভয়, যতটুকু পেয়েছি,
মন বলে খাবি তাতেই খেয়েছি, খেয়েছি..
নিশিরাত!

 

আগের  প্যারডি

  জয়ঢাকের ছড়া সংগ্রহ

 

1 thought on “প্যারডি নিশিরাত সপ্তর্ষি চ্যাটার্জি বসন্ত ২০১৮

Leave a comment