অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে

দুই বক্সার (হাতে গ্লাভস নেই!) ফাইট করছে রিং-এ
এর হাতে এক মস্ত করলা, ওর হাতে এক ঝিঙে।
জনগণ দ্যাখে মস্ত বিপদ, সক্কলে করে শলা
ডেকে আনে এক আম্পায়ারকে, তার হাতে কাঁচকলা।
আমিই কি তবে ঘণ্টা বাজাব? বলে ওঠে তিনকড়ি
ঘণ্টাও নেই হাতুড়িও নেই, পকেটে ডালের বড়ি।
দলাই-মলাই করার জন্যে এসে গেল দুই ভীম,
একজন যেন নধর বেগুন, দ্বিতীয়টা রোগা শিম।
দর্শকাসন ভর্তি, সবাই উত্তেজনায় কেঁপে
ছুড়ে মারে কত লাউ ও কুমড়ো, ঢ্যাঁড়শ মুলো ও পেঁপে।
এর পরে যেন কী কী হল সব, প্রবাদেই আছে উক্ত –
ফাইটের শেষে সবক’টা ঘেঁটে হয়ে গিয়েছিল শুক্তো।
এর হাতে এক মস্ত করলা, ওর হাতে এক ঝিঙে।
জনগণ দ্যাখে মস্ত বিপদ, সক্কলে করে শলা
ডেকে আনে এক আম্পায়ারকে, তার হাতে কাঁচকলা।
আমিই কি তবে ঘণ্টা বাজাব? বলে ওঠে তিনকড়ি
ঘণ্টাও নেই হাতুড়িও নেই, পকেটে ডালের বড়ি।
দলাই-মলাই করার জন্যে এসে গেল দুই ভীম,
একজন যেন নধর বেগুন, দ্বিতীয়টা রোগা শিম।
দর্শকাসন ভর্তি, সবাই উত্তেজনায় কেঁপে
ছুড়ে মারে কত লাউ ও কুমড়ো, ঢ্যাঁড়শ মুলো ও পেঁপে।
এর পরে যেন কী কী হল সব, প্রবাদেই আছে উক্ত –
ফাইটের শেষে সবক’টা ঘেঁটে হয়ে গিয়েছিল শুক্তো।