ইন্দ্রনাথের এর সব লেখা একত্রে
গহন রাতে চাঁদের নীচে
চোর বসেছে যেই,
ঘুরঘুট্টি অন্ধকারে
কিচ্ছুটি আর নেই।
পাহাড় মাটি নদীর জলে
পড়ছে না তো ছায়া,
চোর ভাবে তাই অবাক হয়ে
সত্যি নাকি মায়া!
আলোও হবে ছায়াও হবে
এমনই তো দস্তুর,
রাতের বেলা করল চুরি
কোন সে আমার শত্তুর।
চোরের গলায় বাষ্প জমে
চোখের তলায় কালি,
থেকে থেকেই বুকের মাঝে
কান্না ওঠে খালি।
দিব্যি চাঁদের জ্যোৎস্না পড়ে
আমার ছায়া কই!
চোরের মনে শঙ্কা জাগে,
আমিই তবে নেই?