তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে
বালিগঞ্জের পেরিয়ে ফাঁড়ি ডানদিকে পথ ঘুরে,
ঠিক যেখানে অটো দাঁড়ায় তারই খানিক দূরে–
একলা বসে গাছের নীচে বিছিয়ে চাদরখানা,
যার উপরে পড়তে থাকে খুচরো সিকি-আনা।
নাম জানো কেউ সেই লোকটার, দেখেছ কেউ তাকে?
তার বিবরণ দু-এক কথায় দিলাম লেখার ফাঁকে।
ডান পা-টা খোঁড়া বলে ক্র্যাচ দিয়ে সে হাঁটে,
কষ্ট করে ফুটপাতে তার দিনরাত্তির কাটে।
মাথার উপর ছাদ নেই তাই, রোদ-বৃষ্টি-ঝড়ে
হয় কুপোকাত, চাদরখানায় ক’টাকা আর পড়ে?
তার কথা আজ বলতে গিয়ে ব্যথায় ভরে মন,
এ কলকাতায় একজনও তার নেই কি আপনজন?