ঘুম পেলে ওঠে হাই নাকি?
ভাবে গদগদ, ভাই নাকি!
আগুনেতে ওড়ে ছাই নাকি
জলে মাছ মারে ঘাই নাকি?
শুধু ঘোরাঘুরি – বাই নাকি!
দেখে উৎসাহ পাই নাকি।
পেট ভরে ভাত খাই নাকি
বেসুরেতে গান গাই নাকি?
সুটে-বুটে বাঁধে টাই নাকি
ভালো ছড়া আছে, চাই নাকি?
কিছু বাকি আর নাই নাকি
হারি আর জিতি – তাই নাকি ?
এমন ছড়া প’ড়েই পাবো “লাই”নাকি ?
সহজ সরল সত্য ভোলা যায় নাকি !!
অনবদ্য ছড়া। ছড়াকারকে কুর্ণিশ জানাই।
LikeLike