ভূত দেখেছ, ভূত দেখনি!
ভূত পাড়াতে ভূত আসেনি?
সেই যে সেবার, কলতলাতে
যেই গিয়েছি জল আনিতে
অমনি কে এক সিড়িঙ্গে লোক
ফিচকে হেসে কচলে দু-চোখ
হাত বাড়িয়ে কুয়োর নীচে
জল তুলে দেয় নিজে নিজে
দেখেই দাঁতে দাঁতকপাটি
ভূত শুধু নয় ভূতের ঘাঁটি।
আর কে যেন, বলছিল ভাই
শিমূলতলায় আর যদি যাই
সন্ধে হলেই গা ছমছম
ঝুপসি ডালে ঝনঝনাঝন
পাতার ফাঁকে আকাশ ঢেকে
আবছা যেন আড়াল থেকে
ডাকছে কারা হাসছে দেদার
কোনোক্রমে রাত্রি কাবার
সকাল হতেই ইস্টিশনে
টিকিট কেটে ফিরতি ট্রেনে।
এমন হল? কই রে ভোলা
আমরা যে যাই শিমূলতলা
একলা হাঁটি ভূতের ডেরায়
সকাল-সন্ধে ভূতের পাড়ায়
কই তারা সব, বেবাক ফাঁকি!
ভূত তাহলে আমরা নাকি?
ভূত মানি আর নাই-বা মানি
সেসব কি আর আমরা জানি?