সমস্ত আবু হোসেনি ছড়া

যদি ইচ্ছে করো
মেঘলা আকাশ অমনি হবে নীল
যদি ইচ্ছে করো
গোমরা-মুখোও হাসবেই খিলখিল
যদি ইচ্ছে করো
বৈজ্ঞানিকের সূত্র ফেলে ছুড়ে
হাঁটতে পারো ঢেউয়ের চুড়োয় একলা সমুদ্দুরে
যদি ইচ্ছে করো
চেনা মানুষ নতুন বন্ধু হয়
যদি ইচ্ছে করো
অন্ধকারেও লাগবে না আর ভয়
ইচ্ছে হলেই
দু-হাত পেতে আকাশটাকে টেনে
জড়িয়ে ধরা ভীষণ সহজ বুকের মধ্যে এনে।
যদি ইচ্ছে করো
হতেই পারো আকাশবাড়ির ছেলে
ইচ্ছে তোমায় সবকিছু দেয়
ইচ্ছে হলেই মেলে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে
অসাধারণ লেখা। কী সুন্দর সুর আর কণ্ঠ। মন ভরে থাকবে কিছু দিন।
LikeLike
চমৎকার ! কলম ও কন্ঠ।
LikeLike
অপূর্ব গলা। দানাদার, অথচ মখমলি।
আর লেখাটি ত ভালো বটেই।
LikeLike