অংশুমানের আগের দুটি ছড়া, ভারতবর্ষ, নামগান ও ফলাফল, প্রার্থনা
পোশাক আশাক
অংশুমান দাশ
কেউ পরে ফুলহাতা
কেউ পরে স্যান্ডো
শীতকালে খালি গায়ে
দেখেছ কী কান্ড
পোশাকেই বোঝা যায়
যমজ না জুড়ুয়া
হিংসায় ভরপুর,
ঢেকে রাখে গেরুয়ায়!
পোশাক আড়ালে রাখে
মানুষের কী কী class
যেরকম অমরীশ
পুরি পরে sunglass
কেউ ঢোলা পায়জামা
কারো কারো চোস্ত
পোশাকে কি চেনা যায়
দুশমন দোস্ত?
মানুষ যেখানে যাক
লাহোরে কি চিতোরে
আসল পোশাক থাকে
পোশাকের ভিতরে।
সেখানা কি মানুষের?
নাকি সেটা গন্ডার!
বিষয়টা আজকের
Point to ponder!