এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা, মুখ বন্ধ, সকরুণ কাহিনি,বনের খবর , এই ছড়াটা, রাত দুপুরে
আমরা কি আর আরাম করি?
রোজ সন্ধ্যায় পড়ার শেষে,
জোনাক আলোয় অল্প কষে
বানিয়ে ফেলি ভূতের ডিনার
ছায়া রুটি আর জোছনা কারি।
আমরা কোথায় আরাম করি?
আমরা দিই কি ক্লাস ফাঁকি?
রোজ দুপুরে টিফিন শেষে
অঙ্ক-স্যারের ক্লাসে বসে
তাকিয়ে থাকি জানালা দিয়ে
ভূতে ঢেলা ছুড়ছে নাকি
আমরা কি দিই ক্লাস ফাঁকি?
আমরা কি আর এমনই এমন?
ভূতেরা সব গেল কোথায়
এখন নেই যে গল্পগাথায়
দুপুর থেকে রাতদুপুরে
তাদের জন্য মন যে কেমন
এমনই নয়তো আমরা এমন।
আমরা যারা ভূত ভূতুড়ে
ভূতের জন্য গুমরে মরি
এত আলো আর বিজ্ঞান
মিলে তাদের তাড়িয়ে ছাড়ি
তাদের জন্য দুঃখ করে
কাঁদি আমরা অদ্ভুতুড়ে।