কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের আগের ছড়া ভূতকাওয়াজ, হতাম যদি ডাইনোসরাস, রবিঠাকুরের রসিকতা, পক্ষিরাজ, রাজার নাতির গল্প, ভোলেবাবা
একটা ছেলে সাতসকালে জ্যাকেট পরে স্কুলে,
একটা ছেলে কাঁদেই বসে ফুটপাথেরই টুলে।
একটা মেয়ে গুনগুনিয়ে রুমাল জড়ায় চুলে
একটা মেয়ে শুকনো পাতা বন থেকে নেয় তুলে।
একটা বুড়ো ঠান্ডা কাটায় রুম হিটারের তাতে,
একটা বুড়ো সন্ধি পাতায় হিমেল হাওয়ার সাথে।
একটা বুড়ি মুড়িসুড়ি দেয় কম্বল রাতে
একটা বুড়ি ছেঁড়া কাঁথা চাপায় খোলা গাতে।
কিছু মানুষ ভাগ্যবলে শীতকে বশে আনে,
কিছু মানুষ চেয়ে থাকে ভোরের রোদের পানে।
কিন্তু সবাই একটা কথা সত্যি বলে জানে,
শীত তো শুধুই শীত-ঋতু নয়, শীতের দুটো মানে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি