সঙ্গীতময় দাসের আগের ছড়া- কুম্ভকর্ণ কাণ্ড, ভোমজিলাল
বাবার সাথে ঘুরতে গেলে খানাপিনার দারুণ মজা।
কিপটে দাশু মা বেরোলে, কোথাও যাওয়া! বিরাট সাজা।
এই খেও না, সেই খেও না। ফ্যাঁকড়া তেনার হরেকরকম
আইসক্রিমে ঠান্ডা লাগে, ক্যাডবেরিতে দন্ত-জখম।
অজুহাতের বহর দেখে, বয়স আমার যাচ্ছে পেকে
জান কি ছাই!
কুড়মুড়াটা তৈরি নাকি
রদ্দি যত প্লাস্টিকে।
শুধু কি তাই! বরফ-শীতে সাতসকালে
ঘুম ভাঙিয়ে হিঁচড়ে তোলে
আচ্ছা করে খাবার ঠুসে
দেয় যে তুলে স্কুলের বাসে।
ভরদুপুরে বায়না ধরে
ঘুমিয়ে নে না, খেলবি পরে।
খিটখিটানি সইতে নারি
মায়ের সাথে তাই তো আড়ি।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে