ছড়ার পাতা-আমি আর তুই-দেবাশিস বসু

chhoraAmi ar tui (Medium)

তুই যে আমার রামধনু-রং তুই যে প্রাণের সই

আয়-না কাছে একটুখানি মনের কথা কই

আকাশ জুড়ে মেঘ করেছে বিষ্টি হয়েই ঝর

দগ্ধ দিনের বন্ধু যে তুই কালবোশেখের ঝড়

তুই যে আমার গোলাপ-বকুল তুই যে টগর-জুঁই

আমি আর তুই, আমি আর তুই, আমি আর তুই . . .

তুই যে আমার উতল বাতাস তুই যে মাতাল নদী

দিনের আলো নেভার পরে জ্বলছে আকাশপ্রদীপ

বলছে কানে প্রাণের কথা জোনাক সাজায় রাত

আলো আশায় ভালোবাসায় বাড়িয়ে দিলাম হাত

সেই আলোতে পথ খুঁজে পাই মনের কালো ধুই

আমি আর তুই, আমি আর তুই, আমি আর তুই . . .

তুই যে আমার টুনটুনি গ্রাম তুই যে নতুন পাতাchhoraAmi ar tui (Medium)

ইচ্ছে রঙে সাজিয়ে নিলাম খেয়ালখুশির খাতা

খাতার পাতায় বন্ধু পাতায় মাতায় সবার মন

চাঁদমামা আজ ডাক দিয়ে যায় কান পেতে তুই শোন

টিপ দিয়ে যায় কপাল জুড়ে মেঘ-বিছানায় শুই

আমি আর তুই, আমি আর তুই, আমি আর তুই . . .

তুই যে আমার মোহর সোনা তুই যে আলোর ঘর

অষ্টপ্রহর ঝরনা ঝরায় আলোর ঝালর চর

পাখির কূজন আমরা দু-জন রাম ও রহিম ভাই

‘এক বৃন্ত দুটি কুসুম’ মন জুড়ে রোশনাই

হাতের মধ্যে ভুবন পেলাম তোকে যখন ছুঁই

আমি আর তুই, আমি আর তুই, আমি আর তুই . . .

ছবিঃ অংশুমান

জয়ঢাকের সব ছড়া একত্রে এই লিংকে