অনাথ ছেলে
একটা শোনো গল্প বলি পাঁচ বছরের ছেলে।
মন ওঠে তার খিলখিলিয়ে একটু আদর পেলে।।
মা-বাপ তার কেউ ছিল না, সে যে বড়ই একা।
একলা বসে কাঁদত কেবল লাগত যখন ফাঁকা।।
এদিক ওদিক বেড়ায় ঘুরে থাকত আপন মনে।
মনটা তার খারাপ হত রাতে শোবার ক্ষণে।।অন্য ছেলে খেত যখন নিজের মায়ের হাতে।
কান্না চোখে ভাবত সে তার মা কেন নেই সাথে।। সবার কাছেই মা আছে যে তার বা কেন নাই।
মা-মা ডাকে সারাক্ষণ কোথাও মা না পায়।।
জন্ম দিয়ে মা মরেছে, বাপ দিয়েছে ফেলে।
সুখের জীবন অতীত হয়ে সে আজ অনাথ ছেলে।।