জৈষ্ঠ্য মাসের গরম এবং
আষাঢ় মাসের বৃষ্টি
এই দুয়েরই সমন্বয়ে
শরৎকালের সৃষ্টি?
আকাশ পানে তাকিয়ে দেখি
কোত্থাও নেই নীল যে
বইয়ের শরৎ বর্ণনাতে
পাই না খুঁজে মিল যে!
আজ ঋতুরাও বদলে গেছে
স্বভাব এবং ধর্মে
আর অনিয়ম নিয়ম মাফিক
আছে দারুণ ফর্মে!
কেউ বলে এ দূষণ এবং
উষ্ণায়নের ফল যে
প্রকৃতি কি নেয় প্রতিশোধ?
কাঁপছে ভয়ে কলজে!
ছবিঃ ইন্দ্রশেখর