ছড়ার পাতা-ঘুম ঘুম ভোর-দেবাশিস বসু-বর্ষা ২০১৬

chhoraghumghumbhor (Medium)

ঘুম ঘুম ভোর আলতো আলোর আকাশঘুড়ি

টাপুরটুপুর শিশির নুপুর ইলশেগুঁড়ি

দুচোখ জুড়ে রঙিন ভুবন স্বপ্নপুরী

ঘুমিয়ে কেন? করছ কী গো চাঁদের বুড়ি?

রোদ উঠেছে-রোদ উঠেছে-রোদ উঠেছে-

ঘুম ঘুম ভোর বাজায় কে ওই পাতার বাঁশি

হৃদয় জুড়ে গানের সুরে ফুলের রাশি

হিমেল বাতাস বন্ধু পাতাস রোদের হাসি

ঘুমিয়ে কেন করছ কী গো পারুলমাসী?

ফুল ফুটেছে—ফুল ফুটেছে-ফুল ফুটেছে-

ঘুম ঘুম ভোর নরম মেঘের পালকগুলি

ভুবনডাঙায় মনকে রাঙায় রঙের তুলি

খুশির গানে বাউল মনের দুয়ার খুলি

ঘুমিয়ে কেন? করছ কী গো ও বুলবুলি

খুশি লুটছে—খুশি লুটছ—খুশি লুটছে—

ঘুম ঘুম ভোর খোকন কি তোর চোখের তারা

স্বপ্নবিভোর এতোলবেতোল গোলাপচারা

পাতায় পাতায় মনকে মাতায় ঝরনাধারা

ঘুমিয়ে কেন করছ কী গো মোহরপাড়া

মন ছুটছে—মন ছুটছে—মন ছটছে–

ছবিঃ মৌসুমী

জয়ঢাকের সব ছড়া একত্রে