ঢোলেদের পুকুরে তাল পড়ে দুপুরে
ফাঁকতালে ঝুপঝাপ হুরোতে
ভোঁদা ভুটু কাঞ্চন পাড়াময় যত জন
আগ্রহী সব্বাই কুড়োতে।
জল নেই পুকুরে ভাসে তাল কী করে
সাঁতরে সোজা তুলে আনবে?
পাঁকে তাল পড়িয়া গেল কি উবিয়া
তাই সবে হুটপাট পঙ্কে।
পাকুদার কুকুরে দাঁতে তাল না কেটে
শুধু পিঠে খায় পেট ভরে
শুনতেই কলরব ডাক ছেড়ে ভৌভক
দে দৌর খোলা রক ছেড়ে।
দেখে সে তো তাজ্জব
পাঁকে ঘোরে কচ্ছপ
চিল্লিয়ে পিলেদের টোনে!
তাল দূর কোন গাছই নাস্তি কাছাকাছি
তাও তাল কোত্থেকে পড়ে!
অচিরেই বুঝল পাঁকে করে হুল্লোড়
এ পাড়ার চেনা সব ছেলে
মগজের এ কী হাল শব্দতে নাজেহাল
অনুরূপ আর কিছু হলে?