স্বদেশ তোমায় দিলাম
লাল-সবুজের অই পতাকায়
স্বাধীনতার সুখ,
প্রিয় স্বদেশ তোমায় দিলাম
রক্তরাঙা বুক ।
লিখে দিলাম রক্ত লেখায়
আকাশ চড়ো বিজলী মেঘে,
স্বদেশ আমার , তোমার তরে
অতন্দ্র রাত রইবো জেগে ।
শহর ,গাঁয়ে এবং মাঠে
পাখির ডানায় হিজল বন ,
স্বাধীন স্বদেশ তোমায় দিলাম
শত্রুজয়ী কিশোর মন ।
স্বাধীনতার এই যে আমি
জানালা খুলে অবাক চোখে তাকিয়ে থাকি ফুল ফুটেছে,বলল ডেকে ভোরের পাখি রঙ ছড়ালো রোদের ঝিলিক মুক্ত আলো যতই দেখি, অবাক চোখে লাগছে ভালো ! আজ সকালের সূর্যটা কি রক্তলাল,
বইছে হাওয়া স্বাধীনতার উড়িয়ে পাল , ডানপিটে সব ইচ্ছেগুলো ডানা মেলে উড়তে চায় , মন যে আমার স্বাধীনতার সবুজ দেশে হারিয়ে যায়। স্বাধীনতার লাল সূর্য দিকদিগন্তে উঠল ফুটে , স্বাধীনতার খোলা বুকে এই যে আমি চলছি ছুটে!
ছবিঃ মৌসুমী