ছড়ার পাতা-নৈশ কলেজ-দ্বৈতা গোস্বামী-বর্ষা ২০১৬

 

কষ্টে সৃষ্টে কাজ পেয়েছি অল্প স্বল্প নলেজchhoraishkul (Medium)

কেওরাতলায় শ্যাওড়া গাছে ভূত পেত্নীর কলেজ

চমকে গিয়ে থমকে গেছি যম কে আমি ডরাই

মধ্যরাতে কল করেছে অ্যাপলিকেশন ছাড়াই

নাম ডাকতেই হাত তুলেছে স্কন্ধ কাটা কুন্ডু

ক্লাসের শেষে ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখে মুন্ডু

ছায়ার সাথে লেপ্টে থাকে ছায়ামোহন ছত্রী

কড়িকাঠে বাদুড়ঝোলা কে জানে কোন গোত্রী

খপ করে তার কান ধরে যেই বলছি বসো বেঞ্চে

কানকাটা সে খেয়াল তো নেই পালিয়ে গেল ভেংচে

ভয়ঙ্করী ভট্টাচাজ্জি অশরীরি নন্দী

মন দিয়ে সব শিখছে তারা সমাস থেকে সন্ধি

অবাক হলে খোঁজ নিয়ে যাও একটুও নয় মিথ্যে

কঙ্কালিনী নৈশ কলেজ ভৌতিক সাহিত্যে

ছবিঃ অংশুমান

জয়ঢাকের সব ছড়া একত্রে