বর্ষা
টিপ টাপ ধুম ধাম
বর্ষার এল নাম
সোঁদা সোঁদা গন্ধ
ভরে খানাখন্দ
কোলাব্যাং লাফিয়ে
ডাকে গলা কাঁপিয়ে
সব পাড় ছাড়িয়ে
মাঠে জল দাঁড়িয়ে
চারিদিক বন্ধ
খিচুরির গন্ধ
সাথে আছে বেগুনি
খাবো দুটো এখুনি
নিয়ে নুন লঙ্কা
মনে বড়ো শঙ্কা
মুড়িখনি হবে ঝাল
চোখনাক হবে লাল।