ছড়ার পাতা বৃষ্টি পড়ে তন্ময় চট্টোপাধ্যায় বর্ষা ২০১৬

বৃষ্টি পড়ে

chhorabrristipore (Medium)

দেখ দেখি ভাই তাকিয়ে ওধারে বৃষ্টি পড়ছে কি না?

বৃষ্টি মোটেই ভালো মেয়ে নয় পড়ে না ধমক বিনা

কত কিছু পড়ে, ব্যাগ ছাতা ঘরে, পড়ে যে চোখের পাতা

আমার মেয়েটা কেন যে পড়ে না বুঝি ভালো নয় মাথা

এত অভিযোগ শুনে সে সবার বলে সবে কাছে ডেকে

তোমরা আমার পেছনে লেগেছ সেই কতকাল থেকে

পড়তে হয় যে গোটা দেশ জুড়ে কোথা বেশি কোথা কম

তবুও শুনতে হয় যে আমাকে আমি নাকি নির্মম

চেরাপুঞ্জি কি মৌসরিনাম যেখানে যখন থাকি

দিল্লি বোম্বে পড়ার জন্য করে মোরে ডাকাডাকি

আমার ইচ্ছা পড়ি সর্বদা সমস্ত ধরা জুড়ে

না পড়ার খেদ জানি না কেন যে খায় মোরে কুড়ে কুড়ে

সারাটা জীবন পড়েই চলেছি মারি নাকো আমি ফাঁকি

ইচ্ছা না হলে পারব না যেতে যত কর ডাকাডাকি

তোমরাই ঠিক কর না রে ভাই কখন কোথায় পড়ি

আমার পড়ার জন্য তোমরা দাও কেন গড়াগড়ি

আমার পড়া কি না পড়া তো আছে তোমাদেরই কারো হাতে

আমার কিন্তু একটুও খেদ দুঃখও নাই তাতে

কভু কভু বটে করি পাগলামি থাকি যদি কোন চাপে

পড়ার কোনই ঠিক থাক না কো ভুল হয়ে যায় মাপে

আবার কখনো ইচ্ছে হলেই জোরে জোরে আমি পড়ি

বর্ষা বন্যা থাকে মোর সাথে লোকে যায় গড়াগড়ি

এমনিভাবেই পড়ে যাব আমি যুগযুগান্ত ধরে

আমি না পড়লে তোদের দুঃখ জানব কেমন করে?

জয়ঢাকের সব ছড়া একত্রে