সিংহমামা, সিংহমামা,মাংস খেতে চাও?
এই এনেছি চিকেনকারি,গবগবিয়ে খাও!
নাক বাঁকালে ! পছন্দ না? মশলা বড় বেশি?
মসলা তুমি কম পাবে না রান্না হলে দেশি।
মুরগিতে ঠিক পেট ভরে না? চাও বুঝি রাজহংস?
দোকান থেকে আনছি কিনে,সেটাই কর ধ্বংস!
হাঁসের মাঁসে চর্বি বেশি? আনছি তবে পাঁঠা।
হাড় চিবোবে,মৎস্য তো নয়,তাই পাবে না কাঁটা!
সুপ যদি চাও একটা ভালো জায়গা আমি জানি
মেনুর মধ্যে স্পেশাল ওদের হান্ডি বিরিয়ানি!
মাইলখানেক আগে থেকেই,একটুও নেই সন্দ
পাগল হয়ে বলবে তুমি,‘গন্ধ তো নয় মন্দ!’
নাড়ছ মাথা! চাও না শেষে বদহজমে ভোগা?
হতেও পারে ডায়েট কোরে চাইছ হতে রোগা!
কাবাব খাবে? শুকনো হবে, থাকবে না তো ঝোল!
তাও খাবে না? আনছি তবে শুদ্ধু মাটনরোল?
কোর্মা,কাবাব,রেজালা নয়! সবকিছুতে দোষ?
মুসলমানি হোটেল থেকে আনব গোরু-মোষ?
কী যে খাবে মুন্ডুমাথা যাচ্ছে না তো বোঝা
লজ্জা ভুলে মুখটি খুলে দাও না বলে সোজা!
সিংহমামা বললো হেসে,জ্বলজ্বলানো চোখে
‘মুরগি,পাঁঠা,হাঁস-গোরু নয়,এবার খাব তোকে!’
(রোয়াল্ড ডাহ্ল এর দ্য লায়ন কবিতার ভাষান্তর)
ছবিঃ অংশুমান