পুজো
আশুতোষ ভট্টাচার্য
মেঘের ভেলা আকাশ জুড়ে
কাশফুল সব দোলায় মাথা
নদীর পাড়ে বাঁশির সুরে।।
শিউলি ফুলের গন্ধ পেলাম
শিশির ভেজা সাতসকালে
আবার এলো দুর্গাপুজো
ছেলেবেলা ঢাকের তালে।।
কাছে দূরের বন্ধু স্বজন
মায়ের কাছে আসুক ফিরে
আনন্দ দিন,দেবীর বোধন
হারিয়ে যাওয়া স্মৃতির ভিড়ে।।