রাত
মহিম মাহফুজ
মশক মশায় ভাবছে কদিন ধরে
চিন্তাটা খুব মাথার ভেতর ঘোরে
দিন তো বুঝি- সূর্য যখন থাকে,
কিন্তু আবার রাত্রি বলে কাকে?
পেঁচা বলে, আমি যখন ডাকি।
বাদুড় বলে, এতই সহজ নাকি?
আমি যখন না দেখে পথ চলি
এসো না ভাই রাত্রি তাকেই বলি।
ওমনি তখন আসলো তেড়ে ঝিঁঝিঁ
বলে, আরে হতচ্ছাড়া পাজি!
অন্ধ দু’চোখ তবু কেমন করে,
রাত্রি দেখো দৃষ্টি ফেলে দূরে?
রাত্রি তোমার চোখের ভেতর আছে
তাই জোছনা তোমার কাছে মিছে।
রাত্রি মানেই অন্ধকারের ভয়?
জোছনা হলে তেমন কিছুই নয়।
দিনের শেষে চাঁদের আলোর বান
তারই সাথে মিষ্টি আমার গান
এমন মধুর সময়টাকে তবে,
কেমন করে রাত্রি বলা হবে?
বললো মশা, ঝিঁঝিঁ মহাশয়!
বলুন তবে রাত্রি কখন হয়?
খানিক পরে বললো ঝিঁঝিঁ পোকা
বুঝবি না তুই মূর্খ বোকাসোকা!
রাত্রি নিয়ে গবেষণা রাখ
সময়টাকে সরলরেখায় আঁক।