ছড়ার পাতা

রূপবদল

শুভজিৎ বরকন্দাজ

চেহারাটা তাগড়াই 

গোঁফজোড়া পাকানো 

দেখলেই ভয়ে কাঁপি– 

কী ভীষণ তাকানো ! 

চলাফেরা নাটকীয় 

হাতে থকে ডান্ডা 

অতি বড় বিচ্ছুও 

তাকে দেখে ঠান্ডা । 

ভয়ে ভয়ে থাকি বাপু 

যাই নাকো পাশটায় 

তবে কিছু ছাড় মেলে 

ফাল্গুন মাসটায় । 

কেননা কী চারপাশ 

ভরে থাকে বাহারে 

মেজাজেও ছাড় মেলে 

খুশি পাই তাহারে !