ছড়ার পাতা

chhorajemontemon (Medium)যেমন তেমন 
কবিরুল ইসলাম কঙ্ক 

যেমন খুশি তেমন দুখী 

মাঝামাঝি কী হলে ? 

ভাবনাগুলো ভাসতে থাকে  

তাক-ধিনা-ধিন ডুব জলে । 

টেলিফোনে হয় কি কথা 

শনি কিংবা মঙ্গলে 

টাপুরটুপুর বৃষ্টিগুলো 

লুকিয়ে পড়ে জঙ্গলে । 

যেমন মামা তেমন জামা 

দর্জি ভায়া কী বলে 

নাচিয়ে কাঁচি বাঁচিয়ে হাঁচি 

সরেন তিনি কৌশলে । 

উদ্ভুতুড়ে চিন্তাগুলো 

মনের মাঝে কান মলে 

ইষ্টিকুটুম মিষ্টিকুটুম 

থাকবে তুমি কোন দলে ?

ছবিঃ মধুশ্রী