কালবোশেখি
মনসুর আজিজ
কালবোশেখি
আসবে সে কি
ধুলির ঝড়ে
আকাশ নড়ে
গাছগাছালি
ভাঙবে সে কি
কালবোশেখি।
রুদ্র মাতম
চলছে খতম
কোরান, আজান
দাও তো বাজান
চারিদিকে
ঝড়ের ঢেঁকি
লণ্ডভণ্ড
করছে এ কী
কালবোশেখি।
মেঘের সেনা
দক্ষিণে যায়
কালো পোশাক
দিচ্ছে যে গায়
কুণ্ডলিপাক
টগবগিয়ে
বিজলি আলোয়
ঝলমলিয়ে
গুড়ুম গুড়ুম
দিচ্ছে যে ডাক
সিপাই সেনা
দিচ্ছে যে হাঁক
ঝড়ের নিধন
চলছে রে কি
কালবোশেখি।
কালবোশেখি
চলছে এ কী
গাছের ডালা
ঘরের চালা
সব একাকার
জন মানব
বলছে এ কী
কালবোশেখি