বৃষ্টি এলো
রুচিস্মিতা ঘোষ
বৃষ্টি এলো গুনগুনিয়ে
বৃষ্টি এলো বন-পাহাড়ে
জলপরীদের নাচের মত
ঝুম-ঝুম-ঝুম ঝুমুর ঝুমুর
বাজছে কেমন মধুর সুরে
পাখিরা সব ভিজিয়ে ডানা
যাচ্ছে উড়ে কোন সুদূরে
বৃষ্টি এবার ঝমঝমিয়ে
লক্ষ ফোঁটা ধারার মত
বৃষ্টি এবার ঢাক বাজিয়ে
দুগ্গা পুজোর রবের মত
দম-দমাদম দম-দমাদম
বাজছে কেমন বেদম স্বরে
কেউ পথে নেই কেউ ঘাটে নেই
সবাই বসে আছেই ঘরে
গুনগুনানি ঝমঝমানি
গানের সুরে মাতিয়ে রেখে
বাদল মেঘে হাত বাড়িয়ে
বৃষ্টি এলো বৃষ্টি এলো।