একটি পাখি
মঈন মুরসালিন
একটি পাখি গাছের ডালে
ডাকছিল
মাঝে মাঝেই রোদের আলো
মাখছিল
খোকনসোনা সেই ছবিটা
আঁকছিল।
হঠাৎ আবার এদিক সেদিক
উড়ছিল
খোকনসোনার চারদিকেতে
ঘুরছিল
ওই পাখিটির কণ্ঠে মধুর
সুর ছিল।
একটি পাখি গাছের ডালে
ডাকছিল
মাঝে মাঝেই রোদের আলো
মাখছিল
খোকনসোনা সেই ছবিটা
আঁকছিল।
হঠাৎ আবার এদিক সেদিক
উড়ছিল
খোকনসোনার চারদিকেতে
ঘুরছিল
ওই পাখিটির কণ্ঠে মধুর
সুর ছিল।