ছড়ার পাতা

একটি পাখি

মঈন মুরসালিন

chhora pakhi (Small)

একটি পাখি গাছের ডালে

ডাকছিল

মাঝে মাঝেই রোদের আলো

মাখছিল

খোকনসোনা সেই ছবিটা

আঁকছিল।

হঠাৎ আবার এদিক সেদিক

উড়ছিল

খোকনসোনার চারদিকেতে

ঘুরছিল

ওই পাখিটির কণ্ঠে মধুর

সুর ছিল।

জয়ঢাকের সমস্ত ছড়ার লিংক এইখানে