তোমরা যখন
দেবাশিস বসু
তোমরা যখন বইয়ের পড়া পড়ো | তোমার যখন বইয়ের পড়া পড়ো | |
আমি তখন বইয়ের পড়া ফেলে | আমি তখন বইয়ের পড়া ফেলে | |
মনকাগজে দোয়েল-কোয়েল পাখি | একলা-একা রাজকুমারের বেশে | |
নানান রঙে, নানান ঢঙে আঁকি | দেশ থেকে দেশ দেশান্তরে হেসে | |
পেরজাপতির সাথে বেড়াই খেলে। | বেড়াই ঘুরে, খুশির ডানা মেলে। | |
তোমার যখন বইয়ের পড়া পড়ো | তোমার যখন বইয়ের পড়া পড়ো | |
আমি তখন বইয়ের পড়া ফেলে | আমি তখন বইয়ের পড়া ফেলে | |
নিজের মনে দত্যি-দানোর সাথে | ছুটিয়ে দিয়ে পঙ্খিরাজের ঘোড়া | |
ঢাল-তলোয়ার ছাড়াই শূন্যি হাতে | বাধার পাহাড় কেয়ার করি থোড়া | |
তোমার বলো যতই ভিতু ছেলে। |
ছবিঃ মধুশ্রী