ছড়ার পাতা

তোমরা যখন

দেবাশিস বসু

chhoratomra-jokhon (Medium)

 

 

 

তোমরা যখন বইয়ের পড়া পড়ো   তোমার যখন বইয়ের পড়া পড়ো
আমি তখন বইয়ের পড়া ফেলে   আমি তখন বইয়ের পড়া ফেলে
মনকাগজে দোয়েল-কোয়েল পাখি   একলা-একা রাজকুমারের বেশে
নানান রঙে, নানান ঢঙে আঁকি   দেশ থেকে দেশ দেশান্তরে হেসে
পেরজাপতির সাথে বেড়াই খেলে।   বেড়াই ঘুরে, খুশির ডানা মেলে।
তোমার যখন বইয়ের পড়া পড়ো   তোমার যখন বইয়ের পড়া পড়ো
আমি তখন বইয়ের পড়া ফেলে   আমি তখন বইয়ের পড়া ফেলে
নিজের মনে দত্যি-দানোর সাথে   ছুটিয়ে দিয়ে পঙ্খিরাজের ঘোড়া
ঢাল-তলোয়ার ছাড়াই শূন্যি হাতে   বাধার পাহাড় কেয়ার করি থোড়া
    তোমার বলো যতই ভিতু ছেলে।

ছবিঃ মধুশ্রী