শ্যামাচরণ কর্মকারের আগের ছড়া– জয়ঢাকি বোল শরৎ ২০১৯, বৃষ্টির সুর
বৃষ্টি ছিল দৃষ্টি ছিল উদাস
মুষড়ে ছিল শিউলি-কাশের মন
তুলতুলে মেঘ পায়নি খুঁজে আকাশ
হিম মাখেনি পথঘাট-মাঠ-বন।
শরৎ ছিল আড়ালে আবডালে
গন্ধটা তার পাইনি খুঁজে কালও
যেই গুটোল বৃষ্টিরা পাততাড়ি
আকাশ-বাতাস মাখল শরৎ-আলো।
এই তো শরৎ, বাজাও আলোর বেণু
পায়নি তোমায় তাই বাজেনি ঢাক
দুগ্গামায়ের মন ছিল না ভালো
মন ভেঙে দেয় বৃষ্টি, মেঘের ডাক।
এখন আকাশ রোদ্দুরে ঝলমলে
শরৎ চেনায় তার সে চেনা রূপ
হিমেল হাওয়ায় দুলছে শালুক-কাশ
ঝরছে শিশির টুপ টুপ টুপ টুপ।
তাই না দেখে পুজোর গন্ধ হাওয়ায়
ভাসছে মিঠেল আগমনীর সুর
হাসছে পোটো, ফুটছে মায়ের চোখ
আসছে পুজো আর বেশি নেই দূর।
জয়ঢাকের সব ছড়া একত্রে এইখানে