ছড়ার পাতা-চিঠি-সর্বাণী বন্দ্যোপাধ্যায়-শরৎ ২০২০

চিঠি

সর্বাণী বন্দ্যোপাধ্যায়


প্রিয় দিঠি,

হয়না দেখা, একটা চিঠি,
লিখছি তোমায় ও ভাই দিঠি,
আছো কেমন, ভালোই তো?

অনলাইনে হচ্ছে পড়া?
মাথার মধ্যে ঢুকছে তারা?
আমার ভালো লাগছে না।

মায়ের ফোনটা আমার কাছে,
ভেবেছিলাম সুযোগ আছে,
ফোনেই হবে গল্প খুব।

সে গুড়েতেও পড়ল বালি,
লকডাউনে অফিস খালি,
অনলাইনে কাজের ধূম।

নজর শুধু আমার প্রতি,
পড়াশুনায় নেই যে মতি,
এখন আমি কোথায় যাই?

অনেক ভেবে অবশেষে,
গপ্পের বই নিলাম বেছে,
এবার যদি সঙ্গী পাই।

হপ্তাখানেক কেটেই গেলো,
বইএর নেশা বেজায় হল,
তোমায় আমি বলছি তাই ।

এমনদিনে সঙ্গী হবে,
নতুন ভাবার খোরাক পাবে,
বইএর মত বন্ধু নাই।

বই কখানা পাঠিয়ে দিলাম,
হাতের কাছে যা যা পেলা্‌ম।
তোমায় খুশি দেখতে চাই।

আজ এখানেই টানছি ইতি,
এই সুযোগে, দিলাম প্রীতি।
চিঠির জবাব জলদি চাই।

ইতি মিঠি।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a comment