খামখেয়ালি
দেবীস্মিতা দেব
খামখেয়ালি খামখেয়ালি
বুঝি না রে তোর হেঁয়ালি
কী ধা পা মা গাস যে খালি
খামখেয়ালি খামখেয়ালি।
খামখেয়ালি খামখেয়ালি
ঘরের মধ্যে ছিটোস বালি
নিজের মনেই দিস যে তালি
খামখেয়ালি খামখেয়ালি।
খামখেয়ালি খামখেয়ালি
কাকে এত দিস রে গালি
বাজাস বসে কাঁসার থালি
খামখেয়ালি খামখেয়ালি।
খামখেয়ালি খামখেয়ালি
একবারে খাস ডিম এক হালি
নিজের মুখেই মাখাস কালি
খামখেয়ালি খামখেয়ালি।