এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা
অনেক রাতে
হীরক সেন
রাত নিভৃতে
চাঁদ চকিতে
মুচকি হেসে
জোছনা ঢালে
মেঘ চাদরের
আদর ছিঁড়ে
আলোর পাখি
পাখনা মেলে
আলোর পাখি
নামবে নাকি
আমার বুকে?
সাগর ভাবে।
পাহাড় বলে
আমার চূড়ায়
শ্বেত বরফে
নামুক তবে
নদীর জলে
ছলাৎছলে
গানের তালে
বলছে ডেকে
ও পাখি তুই
আমার বুকেই
আয়না নেমে
আকাশ থেকে।
ঘুম জড়ানো
মায়া মাখানো
তেপান্তরের
মাঠ প্রান্তর
সেও তাকে
বললে ডেকে
আমার কোলেই
হোক স্থান তোর।
পেরিয়ে সাগর
পেরিয়ে নদী
মাঠ পেরিয়ে
আলোর পাখি
গাঁয়ের শেষে
কুঁড়ের ঘরে
নামলো এসে
কারণ টা কী?
মায়ের কোলে
চাঁদের কণা
জগত ভুলে
ঘুমোয় সেথায়
জানলা দিয়ে
তার কপালে
আলোর পাখি
টিপ দিয়ে যায়।
ঘুমের ঘোরে
কোল আদরে
চাঁদের কণাও
মুচকি হাসে
আকাশে আর
কুঁড়ের ঘরে
একই চাঁদের
জোছনা ভাসে।