প্রিন্স মাহমুদের আগের কবিতাঃ ও চাঁদ , জোনাকি, মনের কথা , টাকমাথা লোকটা
আমরা শিশু ফুলের কলি, স্বর্গ হতে আসি;
কোন সে দোষে বলতে পারো কাড়ো মুখের হাসি?
আমরা শিশু ভলোবাসি মেঘ রোদ্দুর আর বৃষ্টি
তোমরা বড় ভাবছ না যে ছোট থেকেই সৃষ্টি।
শিশুরা নয় শত্রু কারও সূর্যের মতো আপন;
ভাবতে পারো সূর্য ছাড়া তোমাদের দিন যাপন?
আমরা ঘুরি পথে ঘাটে খেলার মাঠে বাদ নেই
বন্দী হয়ে ঘরের ভিতর জানো বাঁচার সাধ নেই।
ঘরের ভিতর থাকব বসে সেটাও দেখি চাও না;
বাঁচতে চাই হাসি খেলায়, তোমরা কেন দাও না?
আমরা শিশু ফুলের কলি, ফুল হয়ে চাই ফুটতে;
ভয় তাড়িয়ে খেলার মাঠে আবারও চাই ছুটতে।
ছবিঃ সংঘমিত্রা