দ্বৈতার আগের ছড়াগুলো– নৈশ কলেজ , পুজোর গল্প
একটা ছুটি, আরেকটা গান আমার জন্য কোন পাহাড়ের বাঁকে
রাখালিয়া বাঁশির সুরে, মেঘের বালক জানলা দিয়ে ডাকে
ঘন্টি বাজে টুং টুং টুং, মন ছুটেছে শহর থেকে দূরে
মন খারাপের রাত্রি গেছে ভোর হয়েছে আকাশকুসুমপুরে
ঘুম ঘুম ঘুম একটা স্টেশন, বন্ধু বলে ডাকছে কুয়াশায়
এমন অনেক গল্প আছে পাহাড়টাকেই কেবল বলা যায়
পুরোন গান , পুরোন গান, তোমায় আবার নতুন করে পাব
আমি এমন বাউন্ডুলে, রাস্তা ভুলে , ভুল রাস্তায় যাব
ফুরোয় না পথ, ফুরোয় না পথ, শুধুই আমার ফুরিয়ে আসে ছুটি
আমায় কিছু বলবে বলেই মেঘের বালক বাড়াল হাত দুটি
ছবিঃ সঙ্ঘমিত্রা